Sunday, August 25, 2013

কি নিয়ে ব্লগ লিখবেন এখনো বুঝতে পারছেন না, সমাধান নিন !



আমি অনেক দিন ধরে মেইল পেয়ে আসছিলাম নতুন যারা ব্লগিং শুরু করতে চান তাদের কাছ থেকে । প্রায় সবারই একই সমস্যা তারা ঠিক কি নিয়ে ব্লগিং শুরু করবেন তা ঠিক করতে পারছেন না । তাদের সমস্যা সমাধানের জন্য আমার এই পোষ্ট ।




আর একটা কথা বলে রাখি, যারা ব্লগিং করতে চান তারা আমার কাছ থেকে সব রকমের সুভিধা পাবেন । এই প্রসঙ্গে একটি কথা না বলে পারছি না, অনেক নতুন ব্লগার আছেন যারা হেল্প চায় এবং হেল্প ও করি। কিন্তু মজার ব্যাপার হল আমি 



গত ৪-৫ দিন আগে একজন টিটি থেকে আমার পোষ্ট পড়ে আমাকে মেইল করে এবং আমার স্কাইপ আই ডি চায় এবং তার ব্লগের ডিজাইন চেঞ্জ করে দিতে বলে । আমি দুপুর ২ টা থেকে শুরু করে ৩.৩০ টা পর্যন্ত কাজ করি, উনি আমাকে কাজ করতে দিয়ে দুপুরের খাবার খেতে যান এবং আমি খেয়েছি বা না খেয়েছি বা কখন খাবো একটু জানতে চাইলেন না ।



ব্যাপারটা বেশ মজার ! আমি এটাকে বেশ উপভোগ করি !

প্রিয় পাঠক, কিছু মনে করবেন না । আমি এই ব্যাপারটা শেয়ার করে একটু মজা পাচ্ছি তাই করলাম ।


আমি অনেক বড় মানের ব্লগার না, আমি একেবারে নতুন,  সবাই মনে করে আমি বুঝি এই, সেই । ব্লগিং করতে গেলে সব থেকে প্রথমে দরকার নিজের ভিতর উৎসের সৃষ্টি করা । আর সেটা করতে গেলে আপনাকে পড়তে হবে, জানতে হবে আর আমি পড়তে ভালোবাসি ।


আমি জন চাউ, ড্যারেন রোজ, জেফ বুলাস এবং মাঝে মাঝে ম্যাটস কাটস (গুগলের এস ই ও প্রধান ) এর ব্লগ গুলোতে মাঝে মাঝে ঢু মারি । অবাক হয়ে যাই, জন চাউ ব্লগিং করে মাসে ৪০,০০০ ডলার আয় করে !


যাই হোক ফিরে আসি কাজের কথায় । ব্লগিং করতে গেলে যে শুধু লিখতে হবে তা না, আপনার মস্তিষ্কটাকে একটু খোলাতে হবে । ব্লগে লেখার জন্য হাজার হাজার টপিক আছে শুধু আপনার পছন্দ করে নিতে হবে ।


বর্তমানের গুগলের এস ই ওর কথা যদি মাথায় রেখে লিখতে চান তবে আপনাকে বলবো, আপনি বড় বড় কোম্পানি যেমন –সনি, আই বি এম, ইয়াহু, বিং, সামসাং অথবা বর্তমানে পপুলার কোন ব্যাক্তিকে নিয়ে ব্লগ করেন । অথবা সফটওয়্যার রিভিউ, মুভি রিভিউ বা ডাউনলোড নিয়ে ব্লগ করেন । আপনি কী ওয়ার্ড রিসার্চ করলে প্রচুর পরিমাণ ভিসিটর দেখতে পাবেন এসব কী ওয়ার্ড এ।


আপনি যদি ইংরেজিতে একটু দুর্বল হন তবে, সফটওয়্যার ডাউনলোড নিয়ে ব্লগ করেন । আপনি শুধু বিভিন্ন ব্লগ খুঁজে পেইড সফটওয়্যার গুলোর লিংক আপনার ব্লগে ডাউনলোড লিংক হিসাবে ব্যবহার করেন ।


তবে সব সময় সঠিক লিংক দেবেন, ভিসিটরকে ধোঁকা দেবেন না, কারণ এতে করে ভিসিটর এবং পেজ ভিউ ২ ই কমে যাবে আপনার ব্লগের ।