Saturday, August 10, 2013

শুধু মাত্র নতুনদের জন্য, মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে কাজ করতে হয় ?



মাইক্রো ওয়ার্কার্সে কাজ কিভাবে করতে হয়ে অনেকে জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট । গতকাল একজন এই ব্যাপারে জানতে চেয়েছিল তাই এই পোষ্টে অবতারনা । মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য নিচের ছবি অনুসরণ করুন ...













জবসে ক্লিক করলে কাজের তালিকা এসে হাজির হবে, এবার তালিকা থেকে আপনি যে কাজ টা করবেন সেই কাজটা সিলেক্ট করুন এবং ক্লিক করুন ...












এবার নিচের মতো পেজ এসে হাজির হবে তাতে থাকবে কিভাবে আপনি কাজটা করবেন, মানে কাজের ডিটেইলস ।














এবার কাজের ডিটেইলস পড়ে কাজ করুন । ডিটেইলসে সব কিছু বলা থাকে আপনাকে কি কি করতে হবে, তাই করুন । তবে কাজ শেষ করার আগে আপনি যে কাজটি করেছেন তার প্রমান ত দিতে হবে তা না হলে ত আর টাকা পাওয়া যাবে না, তাই কাজের প্রমাণ দিতে হলে কি কি প্রমান দেখাতে হবে তা ও পড়ুন । কাজের ডিটেইলস এর নিচেই এটা আছে ...













তবে কাজ শুরু করার আগে কাজটি একসেপ্ট করে নেবেন । এই লিঙ্কটা পাবেন একেবারে শেষে ...















একসেপ্ট লিঙ্কে ক্লিক করলে একটা নতুন ফর্ম আসবে, কাজ শেষ করার পর এই ফর্মে প্রমাণ গুলো দিয়ে সাবমিট করে বসে থাকুন বায়ারের রিভিউয়ের জন্য ।







earn money







ফেসবুক ক্লিক, গুগল প্লাস বন্ধু, ওয়েবসাইট লাইক, লিংক ক্লিক এই ধরনের একটা সহজ কাজ বেছে নিয়ে ট্রাই করুন, একবার বুজতে পারলে যেকোনো কাজ করতে পারবেন, কোন সমস্যা হবে না ।







Monday, August 5, 2013

কিভাবে এস ই ও উপযোগী ব্লগ পোষ্ট লিখতে হয় ?


আমি একজন ব্লগার, সেই ২০১০ সাল থেকে ব্লগিং করে আসছি, টাকা উপার্জন করা কতটা কঠিন সেটা যে করে সেই জানে । ব্লগিং মানে সবাই জানে পোষ্ট লেখা, ব্লগে পাবলিশ করা, এস ই ও করা আর অ্যাডসেন্স থেকে আয় করা, কত সহজ ! কিন্তু একবার একটা পোষ্ট লিখতে কতটা কষ্ট করতে হয় সেটা যে লেখে সেই জানে । আজ শেয়ার করবো এস ই ও উপযোগী কনটেন্ট লেখা ।


কয়েক দিন আগে র‍্যান্ডি ফিস্কিনের একটা লেখা পড়ে জানতে পারলাম এস ই ও উপযোগী করে কনটেন্ট লিখতে পারলে ৮০% এস ই ও করা হয়ে যায় । তার মানে কী ওয়ার্ড একটু বেশী বেশী করে রাখতে হয় ।


শুরু করলাম স্ট্যাডি, প্রশ্ন বেরিয়ে আসলো মাথার খিলু থেকে...কোথাও বলা নেই কত পারছেন্ট কী ওয়ার্ড রাখতে হবে । তাহলে আমি কি ইচ্ছামতো কী ওয়ার্ড ব্যবহার করবো? না একটু গুগল ঘেঁটে নিলাম, আমার চোখ কপালে উঠে গেল, আমি কী ওয়ার্ড ব্যবহার করি ২%, আর কেউ কেউ বলল ২০%, ১০%, ৫% করে ব্যবহার করতে । যাহোক অনেক পড়ে শেষে নিজে বের করলাম সারমর্ম, চলুন লিখি ব্লগের জন্য এস ই ও উপযোগী আর্টিকেল বা কনটেন্ট ...


১. আমরা কী ওয়ার্ড ব্যবহার করবো ৩-৪% মানে ১০০ শব্দের মধ্য ৩ থেকে ৪ টা ।

২. কী ওয়ার্ড গুলো বোল্ড এবং ইতালিক করে দেব তবে সব গুলো নয়, এক থেকে ২ টি ।

৩. প্রথম ১৬০ শব্দের মধ্য কী ওয়ার্ড রাখবো ৩টি এবং প্রথম কী ওয়ার্ড অ্যাংকর টেক্সট করে দেবো ব্লগের অন্য পোষ্টের সাথে । এবং ৩য় কী ওয়ার্ড বোল্ড ও ইতালিক করে দেবো ।


৪. আর্টিকেলের বডিতে কী ওয়ার্ড গুলো ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো । যেমন ধরুন, আমার নতুন ব্লগের কী ওয়ার্ড make moneyআমি এই কী ওয়ার্ড কে “make money online”,”online money”,”money online”,”earn money” ইত্যাদি রিলেটেড কী ওয়ার্ড এ ভেঙ্গে ভেঙ্গে ব্যবহার করবো ।


৫. যদি পোষ্টে ছবি ব্যবহার করি তবে তা অপ্তিমাইজ করে নেব ।

আমার নতুন ব্লগে আমন্ত্রন ।