Showing posts with label আপনার প্রশ্ন সমূহ. Show all posts
Showing posts with label আপনার প্রশ্ন সমূহ. Show all posts

Monday, July 15, 2013

প্রথমে এই প্রশ্ন গুলোর উত্তর পড়ুন এর পর আপনার কোন প্রশ্ন থাকলে আলোচনা পাতায় প্রশ্ন করুন



. ব্লগিং কি ?

. ব্লগিং কেন করা হয়?

ব্লগিং শখের বশে অনেকে করে থাকেন । কেউ কেউ তাদের শখের বস্তু বা তাদের শখ নিয়ে লেখে আবার কেউ তাদের তোলা ছবি গুলো ব্লগে আপলোড করে রাখে । এবং তাদের শখ  আরও অন্য মানুষের সাথে শেয়ার করে ।


আবার এক শ্রেনীর মানুষ আছে যারা ব্লগিং করে ডাইরি লেখে । কাগজ-কলমের পরিবর্তে তারা অন লাইনে তাদের দিনপঞ্জি লিখে রাখে ।


আবার এক শ্রেনীর মানুষ আছে যারা শুধু মাত্র টাকা আয় করার জন্য ব্লগিং করে । এই শ্রেনীর মানুষের সংখ্যাই বেশী ।



. ব্লগিং থেকে কিভাবে টাকা আয় করা যায় ?

ব্লগিং করে বিভিন্ন ভাবে টাকা আয় করা যায় । ব্লগের জায়গা ভাড়া দিয়ে, ব্লগে অ্যাড বসিয়ে, ব্লগে বিভিন্ন পণ্য (প্রোডাক্ট) বিক্রি করে, আর এক জনের প্রোডাক্ট বিক্রি করে কমিশন পেয়ে, ব্লগ বিক্রি করে দিয়ে ইত্যাদি । আপনার মনে হতে পারে আমি কি করে আর একজনের প্রোডাক্ট বিক্রি করবো, আমি নিজে ও একসময় ভাবতাম এখন দেখি খুব সম্বভ ! সব কিছু এই ব্লগে পাবেন ধীরে ধীরে, আমি প্রতিদিন একটা একটা করে লিখছি এবং ব্লগে শেয়ার করছি, প্রতিদিন পড়ুন এবং সেই মতো কাজ করুন । যদি আপনি আমার ব্লগ পড়ে উপকৃত হয়ে থাকেন তবে কমেন্ট করে জানান এবং কি ব্যাপারে আপনি জানতে আগ্রহী জানালে আমি চেষ্টা করবো তার উপর লিখার ।




. ব্লগিং থেকে কি পরিমান আয় করা যায়?

ব্লগিং থেকে আয়ের কোন শেষ নেই, শন হগান প্রতিমাসে ১ লক্ষ ৬৬ হাজার ডলার আয় করে তার ব্লগ থেকে । আপনি না হয় ৭০০-৮০০ ডলার আয় করুন । এটা লিখতে সহজ কিন্তু আয় করতে হলে কঠোর পরিশ্রম করতে হয় । আর একবার আয় শুরু হলে তখন পরিশ্রম কমে যাবে । একটা স্ক্রীন শট দেখাই আয়ের পরিমানের তাহলে একটা ধারনা আসবে ।







. ব্লগিং করার সুবিধাটা কি?

আপনি যদি ভালো ব্লগার হন এবং মোটামুটি ১ বছর কষ্ট করে প্রতিমাসে ~২০০ ডলার আয় করার একটা জায়গায় যান তবে প্রতিমাসে সামান্য কাজ করে এই ভাবে প্রতিমাসে চাকুরীর মত একটা চেক হাতে এসে পৌঁছাবে আপনার কাছে । তাহলে আপনি আপনার চাকুরীর পাশাপাশি একটা মোটা অঙ্কের টাকা পাচ্ছেন মাসের শেষে শুধু মাত্র আপনার ১ বছরের কষ্টের ফল ভোগ করতে পারছেন সারা জীবন ধরে, তাহলে ব্লগিং করাটা কি ভালো নয়, আপনিই বলুন ?




. ব্লজ্ঞিং করতে কি কি লাগে?

ব্লগিং করার জন্য শুধু দরকার হয় ১ টি জিমেইল একাউন্ট, ১ জিবি ইন্টারনেট, ২ টা হাত (টাইপ করার জন্য), ১ টা মাথা (বিশ্লেষণ করার জন্য) । আমি এখানে ফ্রী ডোমেইন এবং হোস্টিং এ ব্লগিং করার কথা বলছি মাত্র। তবে ঘাবড়াবেন না, ফ্রী বলে কোন সমস্যা নেই বরং অনেক সুবিধা আছে ।




. ব্লগিং থেকে টাকা আয় করতে কত দিন সময় লাগতে পারে?

ব্লগিং থেকে টাকা আয় করতে আমার মতে ৩ মাস সময় লাগতে পারে, কেউ কেউ বলেন আরও কম সময়ে এটা করা যায় ।

. মাসে কত টাকা আয় করা যায়?

আমি ৫ নং এ বলেছি ব্লগিং থেকে টাকা আয় করার কোন পরিসীমা নেই তবে সঠিক ভাবে সব কিছু করতে পারলে ১ বছর শেষে ২০০ ডলারের কাছাকাছি একটা আয়ের ব্যাবস্থা করা যায় ।




. বাংলা ব্লগিং করে কি টাকা আয় করা যায়?

হ্যাঁ, বাংলাতে ব্লগিং করে ও টাকা আয় করা যায় তবে ইংরেজীতে ব্লগিং করলে যে পরিমান টাকা আয় করা যায় তার ধারে কাছে ও ঘেসা যায় না । তবে মোটামুটি ১৫০-২০০ ডলারের কাছাকাছি আয় করা যায়, কিন্তু এক্ষেত্রে শুধু মাত্র কনটেন্ট থেকে আয়ের উপর গুরুত্ব কম দিতে হবে । এফিলিয়েট বা লিংক শেয়ার বা অন্য নেটওয়ার্ক থেকে আয় করতে হবে । ধীরে ধীরে সব কিছু নিয়ে লিখবো । আমার সাথে থাকুন ।



১০.  ব্লগিং করার জন্য কি কি জানতে হবে?

ব্লগিং করার জন্য মোটামুটি এস ই ও, সামান্য এইচ টি এম এল সম্পর্কে ধারনা এবং যে বিষয়ে আপনি ব্লগিং করবেন সেই বিষয়ে পূনাঙ্গ জ্ঞান ।

১১. বাংলা ব্লগে কি অ্যাড সেন্সের অ্যাড বসানো যায়?

না ব্লাংলা ব্লগে সাধারনত অ্যাড সেন্সের অ্যাড বসানো যায় না,  তবে টেকটিউনে এক সময় অ্যাড সেন্সের অ্যাড ছিল । জানি না কি করে বসিয়ে ছিল ।



১২. ব্লগিং কিভাবে শিখবো?

ব্লগিং শেখার জন্য নিয়মিত এই ব্লগ দেখুন এবং ব্লগ পোষ্ট পড়ে আপনি সেটা চেষ্টা করুন এবং আপনি ব্লগ পড়ে শিখে আজ কি কাজ করলেন সেটা আমাদের সাথে শেয়ার করুন, আলোচনা পাতায় ।



১৩. আমার ব্লগ পড়বে কে?

একবার ভালো ব্লগ তৈরি করতে পারলে ব্লগ পড়ার লোকের অভাব নেই । এই জন্য আপনাকে ব্লগ তৈরি এবং ব্লগের সরবনিন্ম ৩০ টা খুব কাজের পোষ্ট হলে মার্কেটিং করতে পারেন ব্লগ পড়ার লোক আনতে । যত বেশী লোক আপনার ব্লগ পড়বে তত বেশী আপনার আয় হবে ।


১৪. সব থেকে সহজ আয় কোনটি?

একটি কথা মনে রাখবেন যদি কেউ আপনাকে সহজে আয় করার কোন রাস্তা দেখায় আপনি সেই রাস্তাতে পা দেবেন না কারন এত সহজে যদি টাকা আয় করা যেত তবে আপনার বাবা সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা অব্দি অফিসে গাধার মতো খেটে মরতো না । কিছুদিন আগে পি টি সির কথা ভাবুন, শুধু বাসায় বসে ক্লিক করলেই টাকা, সব থেকে সহজ আয় ! কিন্তু কি হল, সব টাকা মেরে নিয়ে চলে গেল ! সহজে টাকা আয় করা যায় এই কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন । বুদ্ধিমান হন, নিজেকে বোঝান যে কষ্ট করলেই কেবল ফল মেলে ।





১৫. ব্লগিং শুরু করবো কিভাবে ?

ব্লগস্পটে ফ্রী ব্লগ খোলার মাধ্যমে ব্লগিং শুরু করেন । ফ্রী বলে কোন সমস্যা নেই বরং সুবিধা আছে । একটা মেইল একাউন্ট খুলুন জিমেইলে যদি মেইল খুলতে না পারেন তবে কারও সাহায্য নিন  এবার আপনার মেইল অ্যাড্রেস এবং মেইলের পাস ওয়ার্ড দিয়ে ব্লগারে লগ ইন করুন 


 জিমেইল এবং ব্লগার একই কোম্পানির, এই ২ টা গুগলের কোম্পানি । ব্লগারে লগ ইন করার পর “Create a blog” এ ক্লিক করুন, আপনি কি নামে ব্লগ শুরু করতে চান সেই না দিন, ব্লগের অ্যাড্রেস পছন্দ করুন এবং টেমপ্লেট সিলেক্ট করে “Create New” তে চাপ দিন । ব্যাস, হয়ে গেল আপনার ব্লগ বা ওয়েব সাইট ।