Saturday, July 13, 2013

সাতাশ তম পর্ব, ডেড লিংক খুঁজুন ডেড (মৃত) লিংকগুলো খুঁজুন



ব্লগিং লিঙ্কের উপর নির্ভরশীল, একটা ব্লগ অন্য আর একটা ব্লগের সাথে যুক্ত মন্তব্য করার মাধ্যমে । সারা ওয়েব এভাবে লিংক করে যুক্ত । একটা ব্লগ অন্য যতগুলো ব্লগের সাথে লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকতে পারতে সেই ব্লগে তত বেশি ভিসিটর এবং পাশাপাশি পেজ রাঙ্ক ও বাড়বে । কিন্তু যদি এমন হয় যে আপনি কোন ব্লগের সাথে লিংক করছেন সেই ব্লগ ওয়েবে এখন আর নেই, ব্লগের মালিক সেটি রিমুভ বা ডিলিট করে দিয়েছে? যেসব ব্লগ এখন আর নেই কিন্তু আপনার ব্লগে সেই সব ব্লগের লিংক রয়ে গেছে, এই লিংক গুলোকে বলে ডেড (মৃত) লিংক । এই লিংক গুলো ২ ভাবে আপনার ক্ষতি করে –
১. ডেড লিঙ্কে ক্লিক করলে ইরর পেজ আসে এবং পাঠক ভাবে যে ব্লগটি অনেক পুরনো ফলে পাঠকের ব্লগ সম্পর্কে খারাপ ধারণা জন্মে ।
২. এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ) এর ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে যার কারনে ব্লগ গুগলে পেনাল্টির শিকার হতে পারে ।

কিভাবে ডেড লিংকগুলো খুঁজে পাবেন ?

ডেড লিংক খুঁজে পেতে গেলে ব্লগের সব কয়টা পোষ্ট বা কমেন্ট (মন্তব্য) খুঁজে খুঁজে লিংক গুলোতে ক্লিক করে দেখতে হবে, কিন্তু যেসব ব্লগে অনেক পোষ্ট আছে সেসব ব্লগে এই ভাবে লিংক খুঁজতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো তা হতে পারে না । আমাদের সুবিধার কথা চিন্তা করে ওয়েব ডেভেলপাররা ডেড লিংক খোঁজার অনেক গুলো টুলস তৈরি করেছেন । এগুলোর অনেকগুলো দিয়ে আবার ডেড লিংক চেক করতে গেলে টাকা দিতে হয়, তবে আমি কয়েকটি টুলস এর নাম বলছি আপনারা এর মধ্য থেকে ফ্রী ও ডেড লিংক চেক করতে পারেন ।

২. W3cFreeLinkChecker
৩. SiteOwner’s Link Checker
৪. Html Help Valet Link Checker
৫. Link Valet
৬. NetMechanic’s Link Check
৭. AnyBrowser’s Link Checker

কি করবেন যখন ডেড লিংক পাবেন ?

ডেড লিংক সমস্যা গুলো তিন ভাবে সমাধান করা যেতে পারে ...
১. লিঙ্কটি পরিবর্তন করে সঠিক লিংক দিন ।
২. লিঙ্কটি ডিলিট করে দিন এবং
৩. পোষ্টটি ডিলিট করে দিন ।


ব্লগ পোষ্ট পড়ে আপনি যদি উপকৃত হন তবে অবশ্যই মন্তব্য করুন ।আপনি আপনার ব্লগ চেক করেদেখুন
এবং আপনার ব্লগে কয়টি ডেড লিংক আছে মন্তব্য করে জানান, এবং যদি না ও থাকে তবে সেটা ও
জানান । আপনার মন্তব্য আমাকে আরও নতুন কিছু লিখতে উৎসাহ যোগায় এবং সেই সাথে আপনারব্লগ
থেকে নতুন কিছু শিখতে আমি চাই ।

বিশেষ নোটঃ ডেড লিংক ঠিক করাটা বেশ জরুরী, কিন্তু এর পাশাপাশি ব্লগে কনটেন্টের বানান, গ্রামার,
স্টাইল ঠিক করুন ।

২৮ তম পর্ব ...


No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।