Showing posts with label এস ই ও. Show all posts
Showing posts with label এস ই ও. Show all posts

Saturday, July 13, 2013

সাতাশ তম পর্ব, ডেড লিংক খুঁজুন ডেড (মৃত) লিংকগুলো খুঁজুন



ব্লগিং লিঙ্কের উপর নির্ভরশীল, একটা ব্লগ অন্য আর একটা ব্লগের সাথে যুক্ত মন্তব্য করার মাধ্যমে । সারা ওয়েব এভাবে লিংক করে যুক্ত । একটা ব্লগ অন্য যতগুলো ব্লগের সাথে লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকতে পারতে সেই ব্লগে তত বেশি ভিসিটর এবং পাশাপাশি পেজ রাঙ্ক ও বাড়বে । কিন্তু যদি এমন হয় যে আপনি কোন ব্লগের সাথে লিংক করছেন সেই ব্লগ ওয়েবে এখন আর নেই, ব্লগের মালিক সেটি রিমুভ বা ডিলিট করে দিয়েছে? যেসব ব্লগ এখন আর নেই কিন্তু আপনার ব্লগে সেই সব ব্লগের লিংক রয়ে গেছে, এই লিংক গুলোকে বলে ডেড (মৃত) লিংক । এই লিংক গুলো ২ ভাবে আপনার ক্ষতি করে –
১. ডেড লিঙ্কে ক্লিক করলে ইরর পেজ আসে এবং পাঠক ভাবে যে ব্লগটি অনেক পুরনো ফলে পাঠকের ব্লগ সম্পর্কে খারাপ ধারণা জন্মে ।
২. এস ই ও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ) এর ক্ষেত্রে খারাপ প্রভাব পড়ে যার কারনে ব্লগ গুগলে পেনাল্টির শিকার হতে পারে ।

কিভাবে ডেড লিংকগুলো খুঁজে পাবেন ?

ডেড লিংক খুঁজে পেতে গেলে ব্লগের সব কয়টা পোষ্ট বা কমেন্ট (মন্তব্য) খুঁজে খুঁজে লিংক গুলোতে ক্লিক করে দেখতে হবে, কিন্তু যেসব ব্লগে অনেক পোষ্ট আছে সেসব ব্লগে এই ভাবে লিংক খুঁজতে গেলে অনেক সময় লাগবে। কিন্তু তাই বলে কি আমরা বসে থাকবো তা হতে পারে না । আমাদের সুবিধার কথা চিন্তা করে ওয়েব ডেভেলপাররা ডেড লিংক খোঁজার অনেক গুলো টুলস তৈরি করেছেন । এগুলোর অনেকগুলো দিয়ে আবার ডেড লিংক চেক করতে গেলে টাকা দিতে হয়, তবে আমি কয়েকটি টুলস এর নাম বলছি আপনারা এর মধ্য থেকে ফ্রী ও ডেড লিংক চেক করতে পারেন ।

২. W3cFreeLinkChecker
৩. SiteOwner’s Link Checker
৪. Html Help Valet Link Checker
৫. Link Valet
৬. NetMechanic’s Link Check
৭. AnyBrowser’s Link Checker

কি করবেন যখন ডেড লিংক পাবেন ?

ডেড লিংক সমস্যা গুলো তিন ভাবে সমাধান করা যেতে পারে ...
১. লিঙ্কটি পরিবর্তন করে সঠিক লিংক দিন ।
২. লিঙ্কটি ডিলিট করে দিন এবং
৩. পোষ্টটি ডিলিট করে দিন ।


ব্লগ পোষ্ট পড়ে আপনি যদি উপকৃত হন তবে অবশ্যই মন্তব্য করুন ।আপনি আপনার ব্লগ চেক করেদেখুন
এবং আপনার ব্লগে কয়টি ডেড লিংক আছে মন্তব্য করে জানান, এবং যদি না ও থাকে তবে সেটা ও
জানান । আপনার মন্তব্য আমাকে আরও নতুন কিছু লিখতে উৎসাহ যোগায় এবং সেই সাথে আপনারব্লগ
থেকে নতুন কিছু শিখতে আমি চাই ।

বিশেষ নোটঃ ডেড লিংক ঠিক করাটা বেশ জরুরী, কিন্তু এর পাশাপাশি ব্লগে কনটেন্টের বানান, গ্রামার,
স্টাইল ঠিক করুন ।

২৮ তম পর্ব ...


অ্যাংকর টেক্সট কি ?



আপনি যদি এইচ টি এম এল জানেন তবে অ্যাংকর টেক্সট কি আমাকে আর বলে দিতে হবে না । অ্যাংকর টেক্সট এর একটা উদাহরণ দেখি ...
<a href=”www.freelancingtutorials.blogspot.com”> Good ways to make money</a>

কোন ব্লগে কমেন্ট লিখে যখন আপনি অ্যাংকর টেক্সট দিয়ে আপনার ব্লগের কী ওয়ার্ড সাবমিট করবেন তখন উপরের মতো অ্যাংকর টেক্সট দিয়ে সাবমিট করুন । www.freelancingtutorials.blogspot.com এর জায়গায় আপনার ব্লগের নাম বা ব্লগের যে কোন পেজ এর অ্যাড্রেস এবং Good ways to make money এর জায়গায় আপনার ব্লগের কী ওয়ার্ড বসিয়ে কমেন্ট এর শেষে বসিয়ে সাবমিট করুন দেখবেন কী ওয়ার্ড টি নীল বর্ণের হয়েছে এবং এর নিচে একটা নীল দাগ, এখন কী ওই কী ওয়ার্ড টিতে ক্লিক করলে সে সাথে সাথে আপনার ব্লগে চলে যাবে । অ্যাংকর টেক্সট দিয়ে লিংক তৈরি করলে ব্লগ সহজে কী ওয়ার্ড রাঙ্কিং এ আসে এবং অরগানিক সার্চ থেকে অনেক বেশী ভিসিটর পাবার এবং লিংক থেকে ও ভিসিটর পাবার প্রচুর সম্ভাবনা  থাকে । 

এস ই ও স্পাম বলতে কি বোঝায়?



কোন ব্লগকে পেজ রাঙ্ক এবং অরগানিক সার্চ থেকে প্রচুর পরিমানে ভিসিটর পাবার জন্য আমরা এস ই ও করে থাকি । এস ই ও (SEO) শব্দের পুরো মানে হল সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (Search engine Optimization), তার মানে কোন ব্লগ বা ওয়েব সাইট কে সার্চ ইঞ্জিনের ভিসিটরে কাছে মার্কেটিং করার নামই এস ই ও । কিন্তু এস ই ও এর যে নিময় নীতি এর সব নিয়ম গুলো আমরা মানি না, কারন সঠিক (১০০%) ভাবে এস ই ও করতে গেলে অনেক রকম সমস্যা হয়, টার্গেট ওয়েব সাইট পাওয়া যায় না, টার্গেট  ডু-ফলো ব্লগ ও পাওয়া যায় না ইত্যাদি অনেক রকম সমস্যা হয় । গুগলের বেশ কিছু নিয়ম আছে এস ই ও করার এই নিয়ম না মেনে যে এস ই ও করা হয় তাকে এস ই ও স্পাম বলে । একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি পুরো পরিষ্কার করা যাক ।


ধরুন আপনি টেকনোলোজির উপর একটা ব্লগ বানালেন এবার আপনি এস ই ও করার জন্য “Technology News” কী ওয়ার্ড সিলেক্ট করলেন । আপনি যদি সঠিক এস ই ও করতে চান তবে শুধু মাত্র টেকনোলোজি রিলেটেড ব্লগ গুলোতে লিংক তৈরি করতে হবে । আর যদি অন্য ব্লগে করেন তবে ওই কী ওয়ার্ড থাকে এমন আর্টিকেল সিলেক্ট করে আর্টিকেল পড়ে সুন্দর করে অ্যাংকর টেক্সট দিয়ে কমেন্ট করুন বা লিংক তৈরি করুন যা করুন না কেন গুগল আপনার লিংককে স্পাম লিংক হিসাবে ধরে নেবে । গুগলের ব্লগে এস ই ও এই সেকশানে এই লেখা আছে ।