Saturday, July 13, 2013

অ্যাংকর টেক্সট কি ?



আপনি যদি এইচ টি এম এল জানেন তবে অ্যাংকর টেক্সট কি আমাকে আর বলে দিতে হবে না । অ্যাংকর টেক্সট এর একটা উদাহরণ দেখি ...
<a href=”www.freelancingtutorials.blogspot.com”> Good ways to make money</a>

কোন ব্লগে কমেন্ট লিখে যখন আপনি অ্যাংকর টেক্সট দিয়ে আপনার ব্লগের কী ওয়ার্ড সাবমিট করবেন তখন উপরের মতো অ্যাংকর টেক্সট দিয়ে সাবমিট করুন । www.freelancingtutorials.blogspot.com এর জায়গায় আপনার ব্লগের নাম বা ব্লগের যে কোন পেজ এর অ্যাড্রেস এবং Good ways to make money এর জায়গায় আপনার ব্লগের কী ওয়ার্ড বসিয়ে কমেন্ট এর শেষে বসিয়ে সাবমিট করুন দেখবেন কী ওয়ার্ড টি নীল বর্ণের হয়েছে এবং এর নিচে একটা নীল দাগ, এখন কী ওই কী ওয়ার্ড টিতে ক্লিক করলে সে সাথে সাথে আপনার ব্লগে চলে যাবে । অ্যাংকর টেক্সট দিয়ে লিংক তৈরি করলে ব্লগ সহজে কী ওয়ার্ড রাঙ্কিং এ আসে এবং অরগানিক সার্চ থেকে অনেক বেশী ভিসিটর পাবার এবং লিংক থেকে ও ভিসিটর পাবার প্রচুর সম্ভাবনা  থাকে । 

No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।