Sunday, July 7, 2013

১৪ টি টিপস কি ভাবে আপনার কম্পিটিটর ব্লগের দুর্বল দিক গুলো খুঁজে বের করবেন ?




আপনি যে ব্লগ বানিয়েছেন ব্লগটা বেশ সুন্দর, ব্লগে প্রতিদিন লিখছেন, মার্কেটিং ও করছেন কিন্তু আপনার প্রতিপক্ষ যে ব্লগ তাদের সাথে পেরে উঠতে পারছেন না । জেনে নিন কিভাবে প্রতিপক্ষ ব্লগের দুর্বল দিক গুলো খুঁজে বের করবেন ।




১. তারা কোন দিক দিয়ে ভালো করছে সেটা খেয়াল করুন ।

২. তাদের পোস্ট গুলো কোথায় সীমাবদ্দ রেখেছে সেটা ব্লগ পোস্ট গুলো ভালো করে পড়ে বিচার করুন ।

৩. তারা কোন বিষয় নিয়ে লেখে না ?

৪. তারা কত দিন পর পর পোস্ট লেখে ?

৫. তাদের পোস্ট গুলো কত বড় ?

৬. তাদের ব্লগ কোন লেভেলের (প্রাথমিক, ইন্টারমিডিয়েট, এডভান্স )

৭. তাদের পাঠকেরা কি কি বিষয় নিয়ে মন্তব্য করেছে ?

৮. তারা কোন দৃষ্টি কোন থেকে ব্লগ লিখছে ?

৯. কোন ধরনের পোষ্টে সব থেকে বেশী মন্তব্য ?

১০. তাদের ট্রাফিক আসছে কোথা থেকে ?

১১. অন্যান্য ব্লগ তাদের সম্পর্কে কি বলছে ?

১২. তারা কোন বিষয়ে খারাপ করছে ?

১৩. তারা কি এফিলিয়েট প্রমোট করছে ?

১৪. তারা কি কি অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করছে ?





1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।