Saturday, August 10, 2013

শুধু মাত্র নতুনদের জন্য, মাইক্রো ওয়ার্কার্সে কিভাবে কাজ করতে হয় ?



মাইক্রো ওয়ার্কার্সে কাজ কিভাবে করতে হয়ে অনেকে জানেন না তাদের জন্য আমার এই পোষ্ট । গতকাল একজন এই ব্যাপারে জানতে চেয়েছিল তাই এই পোষ্টে অবতারনা । মাইক্রো ওয়ার্কার্সে কাজ করার জন্য নিচের ছবি অনুসরণ করুন ...













জবসে ক্লিক করলে কাজের তালিকা এসে হাজির হবে, এবার তালিকা থেকে আপনি যে কাজ টা করবেন সেই কাজটা সিলেক্ট করুন এবং ক্লিক করুন ...












এবার নিচের মতো পেজ এসে হাজির হবে তাতে থাকবে কিভাবে আপনি কাজটা করবেন, মানে কাজের ডিটেইলস ।














এবার কাজের ডিটেইলস পড়ে কাজ করুন । ডিটেইলসে সব কিছু বলা থাকে আপনাকে কি কি করতে হবে, তাই করুন । তবে কাজ শেষ করার আগে আপনি যে কাজটি করেছেন তার প্রমান ত দিতে হবে তা না হলে ত আর টাকা পাওয়া যাবে না, তাই কাজের প্রমাণ দিতে হলে কি কি প্রমান দেখাতে হবে তা ও পড়ুন । কাজের ডিটেইলস এর নিচেই এটা আছে ...













তবে কাজ শুরু করার আগে কাজটি একসেপ্ট করে নেবেন । এই লিঙ্কটা পাবেন একেবারে শেষে ...















একসেপ্ট লিঙ্কে ক্লিক করলে একটা নতুন ফর্ম আসবে, কাজ শেষ করার পর এই ফর্মে প্রমাণ গুলো দিয়ে সাবমিট করে বসে থাকুন বায়ারের রিভিউয়ের জন্য ।







earn money







ফেসবুক ক্লিক, গুগল প্লাস বন্ধু, ওয়েবসাইট লাইক, লিংক ক্লিক এই ধরনের একটা সহজ কাজ বেছে নিয়ে ট্রাই করুন, একবার বুজতে পারলে যেকোনো কাজ করতে পারবেন, কোন সমস্যা হবে না ।







No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।