প্রতিদিন রাতে ঘুমোতে
যাবার আগে সকাল বেলায় ব্লগে কাজ করার জন্য একটা লিস্ট তৈরি করি। রোজই ভাবি আজ সব
কাজ গুলো সঠিক ভাবে সম্পন্ন করবো, কিন্তু কোন দিনই হয়ে ওঠে না । প্রতিদিন সকাল
বেলায় নিয়ম করে ভোর ৫ টা থেকে সকাল ১০ টা অব্দি নেট ব্যবহার করি । ফ্রীলাঞ্চিং
ছেড়ে দেবার পর নেট লাইন লিমিটেড করে দিয়েছি যাতে সারাদিন বসে বসে ব্লগের জন্য
পোষ্ট লিখতে পারি, অনেকে অনেক হেল্প চেয়ে বসে আছে তাদের হেল্প করতে পারি, কয়েক
দিস্তা কাগজ ও শেষ করে ফেলেছি কিন্তু ভোর হলেই যত জঞ্জাল শুরু হয় । নেট লাইন এত
স্লো থাকে যে ৫ ঘন্টা বসে লিস্টের ১ থেকে ২ টা কাজ হয় । ২ দিন ধরে ১৩ মেগা বাইটের
একটা বই ডাউনলোড করতে পারি নি ! খুব করে গালাগাল দিতে ইচ্ছা করে আমাদের ধূর্ত এবং
অনভিজ্ঞ দেশ পরিচালকদের, কত সহজে এরা দেশের মানুষদের বোকা বানিয়ে রাখে । সবাই একই,
যে যায় লঙ্কায় সেই হয় রাবন । কিভাবে এই ধূর্ত পরিচালকদের হাত হতে আমরা রেহাই পাবো
বলতে পারেন ? কবে আমাদের দেশটা সঠিক উন্নতির দিকে যাবে ? ভাল্লাগে না, কিচ্ছু না,
শুধু বসে বসে জ্ঞান গর্ভ কথা বলা ছাড়া কি করার আছে?
আপনার কি অভিমত, কিভাবে আমরা উন্নয়নের দিকে এগিয়ে যেতে
পারি ?