Friday, October 4, 2013

১ টা দারুন অফার, মিস করবেন না

আপনি যদি নতুন ফ্রীল্যান্সার বা ফ্রীল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তবে পেওনিয়ার সম্পর্কে কিছু কথা না বললেই নয়। পেওনিয়ার হল পেপালের মতো টাকা আদান-প্রদানের জন্য একটি অনলাইন ব্যাংক । যারা ফ্রীলান্সার আছেন তারা পেওনিয়ারে টাকা তোলে খুব কম লোক কারণ ডলারের পরিমাণ বেশী না হলে টাকা তোলা লস, কারণ পেওনিয়ারের টাকা তুলতে গেলে ফিস অনেক বেশী দিতে হয় । তাই প্রায় সবাই মানিবুকার ব্যবহার করে । কিন্তু মানিবুকার দিয়ে আমাদের সব কাজ সঠিক ভাবে হয় না ।


অনলাইনে বা ইন্টারনেটে সর্বাধিক প্রচলিত এবং বহুল ব্যবহৃত পেমেন্ট গেটওয়ে হল পেপাল । কিন্তু আমাদের দেশে পেপাল না থাকায় আমাদের ভোগান্তির শেষ নেই । আসুন দেখে নিই পেপাল না থাকার কারনে আমাদের কি কি আসুবিধা হয় ...

Ø  পেপাল দিয়ে টাকা তুললে চার্জ কম দিতে হয়

Ø  পেপাল না থাকার কারনে অন্য বিভিন্ন অনলাইন ব্যবসা আমরা করতে পারি না ।

Ø  কাজের জন্য বিভিন্ন টুলস এবং সফটওয়্যার কিনতে পারি না ।

Ø  মূল কথা, পেপাল না থাকার কারনে অনলাইন থেকে টাকা আয় করার রাস্তা ৭০ ভাগ প্রায় বন্ধ হয়ে যায় ।

আর এই অসুবিধা দূর করার ক্ষেত্রে পেওনিয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলুন দেখা যাক পেওনিয়ারের সুবিধা গুলো...


 Ø  পেওনিয়ার বর্তমানে পেপালের সাথে প্রতিযোগিতায় নেমেছে, অনলাইনের প্রায় ১০০% ক্ষেত্রে পেওনিয়ার ডেবিট কার্ড ব্যবহার করা যায় ।

 Ø  আমাজন, ই-বে, কমিশন জাংশন, ক্লিক ব্যাংক সহ পৃথিবীর সব বড় বড় কোম্পানি পেওনিয়ার সাপোর্ট করছে ।

 Ø  অনলাইন থেকে কেনা কাটা করতে পারেন সহজে ।

 Ø  পৃথিবীর যেকোনো দেশে আপনি আপনার কার্ড দিয়ে টাকা তুলতে পারেন ।



আপনি এখনি পেওনিয়ার ডেবিট মাস্টার কার্ডের জন্য আবেদন করুন কারণ দিন যাচ্ছে আর এরা নতুন নতুন শর্ত আরোপ করছে । কার্ড করার জন্য আপনাকে কোন টাকা পয়সা দিতে হবে না, বিনা মূল্যে ২৫ দিন পর এরা আপনার বাসার ঠিকানায় কার্ড পাঠিয়ে দেবে । আর এখন এই কার্ডের জন্য আবেদন করলে আপনি সাথে সাথে ই আপনার একাউন্টে পাবেন ২৫ ডলার ।


ধরুন আপনি ইমেইল মার্কেটিং করবেন, আপনার কাছে মেইল সংগ্রহ করার সফটওয়্যার আছে কিন্তু মেইল সেন্ড করার সার্ভার নেই । আপনি ওয়েবার থেকে মাত্র ১ ডলার দিয়ে প্রথম মাসের জন্য সার্ভার কিনবেন কিন্তু কিনতে পারছেন না কারণ আপনার কোন ক্রেডিট কার্ড বা পেপাল নেই ।


এই ধরনের হাজারো সমস্যার মুখে পড়বেন তখন দেখবেন একটা কার্ডের কি মূল্য আর এটা কিভাবে আপনার ব্যবসাকে বাড়ায় ।

তাই আজই সাইন আপ করুন আর পান ২৫ ডলার যা দিয়ে আপনার প্রয়োজন কিছু টা হলে ও মিটতে পারে ।

আর একটা কথা, সাইন আপের কথা শুধু বললেই হবে না, সাইন আপ করার আগে আপনার ভোটার আই ডি কার্ডের ২ সাইড স্ক্যান করে নিন । এবং আপনার কম্পুটারে রাখুন ।

ব্যাংক ভেরিফাই এর স্থানে ভোটার আই ডি কার্ড দিয়ে দিতে পারেন, আমার টা ত আমি এই ভাবে করে ছিলাম বাংক ভেরিফাই ।

আর আপনি যদি গ্রামে থাকেন তবে ঠিকানা দেবার সময় Vill, Post, PS. Dist এই ভাবে উল্লেখ করবেন না । ঠিকানা লিখবেন এইভাবে যদি গ্রামে থাকেন...


Sunderban, Kochi, Rampal, Bagerhat

ওরা বলে গ্রামে ওরা কার্ড পাঠায় না কিন্তু উপরের মতো ঠিকানা লিখলে পাঠিয়ে দেয় । আমি বেশ কয়েক জনকে এনে দিয়েছি ।

২৫ ডলারের অফার শেষ হবার আগেই করুন ।

এবার শুরু করা যাক সাইন আপ প্রসেস...


প্রথমে এখানেক্লিক করে পেয়নিয়ারে যান এবং সাইন আপ বাটনে ক্লিক করুন । আর যদি সরাসরি সাইন আপ করতে না পারেন তবে ইল্যাঞ্চ থেকে চেষ্টা করে দেখুন । 





কোন সমস্যা হলে আমাকে মেইল করুন কন্টাক্ট মি থেকে । 





No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।