Sunday, July 7, 2013

২০ টি উপায় একটা সুন্দর ব্লগ পোস্ট লেখার



আমরা জানলাম যে লিস্ট পোস্ট গুলো ব্লগের জন্য খুবই উপকারী, এবার আমরা দেখবো কিভাবে সুন্দর লিস্ট পোস্ট লিখতে হয় ।




১. সংক্ষিপ্ত, সংক্ষেপে প্রতিটা পয়েন্ট লেখার চেষ্টা করুন ।

২. প্রধান পয়েন্ট থেকে শুরু করুন, প্রধান পয়েন্টকে প্রথম প্যারাগ্রাফ বানান ।

৩. ছোট ছোট শব্দ ব্যবহার করুন ।

৪. যা লিখবেন সহজ করে পরিস্কার করে লিখুন ।

৫. গল্পের মত করে লেখা শুরু করুন যাতে পাঠকদের পড়তে ভালো লাগে ।

৬. প্যারাগ্রাফ গুলোকে ছোট করে লিখুন ।

৭. আপনার পাঠককে বা কোন বয়সী মানুষ তাদের কথা মাথায় রেখে তাদের দৃষ্টি কোন থেকে লিখুন ।

৮. যে শব্দ প্রথমে মাথায় আসে তাই ব্যবহার করুন ।

৯. সিরিজ পোস্ট লিখুন, যদি সম্ভভ না হয় তবে আগে যে পোস্ট লিখেছেন সেই পোস্ট এর সাথে লিঙ্ক করা যায় এমন পোস্ট লিখুন লিঙ্ক করা কেন জরুরী সেটা এই পোস্ট পড়লে জানতে পারবেন ।





১০. মানুষের উপকারী কিছু লিখুন যেটা মানুষ সহজে ব্যবহার করতে পারে । কোন চিন্তা যুক্ত কিছু না লেখা ভালো । যেমন – How to earn 10$ in a day ?


১১. পাঠকের কথা মাথায় রাখবেন কিন্তু আপনার শখ থেকে লিখবেন ।

১২. যদি কোন মানুষ সম্পর্কে লেখেন তবে তার সাথে লিঙ্ক করে দেন ।

১৩. পাঠকের প্রশ্ন করুন এবং কমেন্ট করতে উৎসাহিত করুন ।

১৪. কিছু কিছু আইডিয়া অসম্পূর্ণ রাখুন এবং পাঠকের কাছে সেই গুলো পুরন করতে সাহায্য চান।

১৫. নিজেকে প্রশ্ন করুন এবং নতুন আইডিয়া বের করুন ।

১৬. সব সময় মনে রাখবেন আপনার উদ্দেশ্য কি ।

১৭. এস ই ও উপকারী পোস্ট লিখুন ।

১৮. পোস্ট গুলো এমন ভাবে লিখুন যাতে আপনার পাঠক আপনাকে বিশ্বাস করে ।

১৯. আপনার পাঠককে কক্ষনো ঠকাবেন না ।

২০. সব সময় পাঠকে সাহায্য করার চেষ্টা করুন ।




আপনি যদি ইংলিশে ভালো না হন এবং নিজে ভালো করে লিখতে না পারেন তবে আমার এই পোস্ট টি পড়ে দেখতে পারেন । তবে ইংলিশে ব্লগিং করতে হলে ইংলিশ আপনাকে মোটামুটি ভালোই জানতে হবে । এই পোস্ট থেকে আপনি গ্রামার ঠিক করাটা শিখে যাবেন ।








No comments:

Post a Comment

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।