আমরা জানলাম যে লিস্ট পোস্ট গুলো ব্লগের জন্য খুবই উপকারী, এবার আমরা দেখবো
কিভাবে সুন্দর লিস্ট পোস্ট লিখতে হয় ।
১. সংক্ষিপ্ত, সংক্ষেপে প্রতিটা পয়েন্ট লেখার চেষ্টা করুন ।
২. প্রধান পয়েন্ট থেকে শুরু করুন, প্রধান পয়েন্টকে প্রথম প্যারাগ্রাফ বানান
।
৩. ছোট ছোট শব্দ ব্যবহার করুন ।
৪. যা লিখবেন সহজ করে পরিস্কার করে লিখুন ।
৫. গল্পের মত করে লেখা শুরু করুন যাতে পাঠকদের পড়তে ভালো লাগে ।
৬. প্যারাগ্রাফ গুলোকে ছোট করে লিখুন ।
৭. আপনার পাঠককে বা কোন বয়সী মানুষ তাদের কথা মাথায় রেখে তাদের দৃষ্টি কোন
থেকে লিখুন ।
৮. যে শব্দ প্রথমে মাথায় আসে তাই ব্যবহার করুন ।
৯. সিরিজ পোস্ট লিখুন, যদি সম্ভভ না হয় তবে আগে যে পোস্ট লিখেছেন সেই পোস্ট
এর সাথে লিঙ্ক করা যায় এমন পোস্ট লিখুন । লিঙ্ক করা কেন জরুরী
সেটা এই পোস্ট পড়লে জানতে পারবেন ।
১০. মানুষের উপকারী কিছু লিখুন যেটা মানুষ সহজে ব্যবহার করতে পারে । কোন
চিন্তা যুক্ত কিছু না লেখা ভালো । যেমন – How to earn 10$ in a day ?
১১. পাঠকের কথা মাথায় রাখবেন কিন্তু আপনার শখ থেকে লিখবেন ।
১২. যদি কোন মানুষ সম্পর্কে লেখেন তবে তার সাথে লিঙ্ক করে দেন ।
১৩. পাঠকের প্রশ্ন করুন এবং কমেন্ট করতে উৎসাহিত করুন ।
১৪. কিছু কিছু আইডিয়া অসম্পূর্ণ রাখুন এবং পাঠকের কাছে সেই গুলো পুরন করতে
সাহায্য চান।
১৫. নিজেকে প্রশ্ন করুন এবং নতুন আইডিয়া বের করুন ।
১৬. সব সময় মনে রাখবেন আপনার উদ্দেশ্য কি ।
১৭. এস ই ও উপকারী পোস্ট লিখুন ।
১৮. পোস্ট গুলো এমন ভাবে লিখুন যাতে আপনার পাঠক আপনাকে বিশ্বাস করে ।
১৯. আপনার পাঠককে কক্ষনো ঠকাবেন না ।
২০. সব সময় পাঠকে সাহায্য করার চেষ্টা করুন ।
আপনি যদি ইংলিশে ভালো না হন এবং নিজে ভালো করে লিখতে না পারেন তবে আমার এই
পোস্ট টি পড়ে দেখতে পারেন । তবে ইংলিশে ব্লগিং করতে হলে ইংলিশ আপনাকে মোটামুটি
ভালোই জানতে হবে । এই পোস্ট থেকে আপনি গ্রামার ঠিক করাটা শিখে যাবেন ।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।