আজকের কাজ হচ্ছে ব্লগের
জন্য কন্টেন্ট তৈরি করা মানে ব্লগে কি ভাবে লিখতে হবে । লিস্ট আর্টিকেল
লেখার কৌশল ব্লগারদের মধ্য খুবই জনপ্রিয় । ডিগ, ডিলিশাস এর প্রথম পেজে তাকালে
দেখবে যে পপুলার আর্টিকেল গুলো এই লিস্ট স্টাইল এ লেখা ।
নিচে ৪ টি কারণ উল্লেখ
করা হল কেন লিস্ট পোষ্টগুলো ব্লগারদের জন্য খুবই পাওয়ারফুলঃ
১। অলস পাঠকঃ অনলাইন পাঠকরা খুবই অলস । তারা বিষয়বস্তু বা
আর্টিকেল পড়ার চেয়ে চোখ বুলিয়ে দ্রুত মানে উদ্ধার করার চেষ্টা করে । একটা লিস্ট
অল্প সময়ে অনেকগুলো পয়েন্ট সম্পর্কে জানিয়ে দেয় এবং যদি আর্টিকেল ভালো হয় মানে
পাঠকের জন্য প্রয়োজনীয় তথ্যাদি থাকে তবে পড়ে । যেমন – 8 verified ways to increase twitter followers in 2013
২। পড়তে সুবিধাঃ লিস্ট পোষ্ট গুলো পরিষ্কার মানে বেশ ফাঁকাফাঁকা
তাই পাঠকের পড়তে কোন সমস্যা হয় না । আর্টিকেলের লেখা গুলো এলোমেলো থাকলে, ঘন ঘন
থাকলে পড়তে সমস্যা হয় । আর আমি আগেই বলেছি অনলাইন পাঠক খুবই অলস তাই লেখাগুলো ছোট
ছোট প্যারা আকারে হলে আর প্রতি প্যারার মাঝে ২ এন্টার সমান ফাঁকা দিলে লেখা দেখতে
খুবই সুন্দর লাগে আর পড়তে ও ।
৩। ভাইরালঃ লিস্ট পোষ্ট গুলো অনলাইনে বেশী ভাইরাল হয় তার মানে হল মানুষের
মুখে মুখে রটে যায় ।
৪। নতুন আইডিয়াঃ লিস্ট পোষ্ট গুলো লিখতে গেলে একটা পোষ্টকে অনেক
গুলো ছোট ছোট পয়েন্ট এ ভাগ করা যায় । ফলে একটা বিষয়ের থেকে অনেক নতুন নতুন আইডিয়া
বের হয়ে আসে ।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।