অরগানিক সার্চ (Oganic
Search) সব্দ দুটি নিঃসন্দেহে ইংরেজী শব্দ । এর
সঠিক বাংলা আমার জানা নেই তবে বুঝিয়ে বলতে পারি এটা আসলে কি । গুগল, ইয়াহু, বিং ছাড়াও আরও অনেক গুলো সার্চ ইঞ্জিন আছে কিন্তু সব থেকে
বেশী জন প্রিয় এই তিনটে । এবং এই তিনটির ব্যবহার ও বেশী । এই সার্চ ইঞ্জিন মানে
কোন ইঞ্জিন নয়, এগুলো প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে তৈরি করা হয়েছে । এই সার্চ
ইঞ্জিন গুলোতে কোন শব্দ দিয়ে সার্চ দিলে সেই শব্দ দিয়ে অনলাইনে যত আর্টিকেল আছে সব
এসে হাজির হয়, কিন্তু কিছু কিছু সামনে আসে আবার কিছু কিছু অনেক পেছনে থাকে এর কারন
হল এই সার্চ ইঞ্জিন গুলো সব থেকে ভালো বিষয় গুলোকে সামনে নিয়ে আসে । কোন ওয়েব সাইট
এর ভালো বিষয় গুলো কে সামনে নিয়ে আসতে ওয়েব সাইট এর মালিককে এস ই ও করাতে হয় অনেক
সময় এবং টাকা খরচ করে । গুগলে গিয়ে “Blog
Bangal ” লিখে সার্চ
দিন তাহলে বুজতে পারবেন ।
এস ই ও কি জানতে এই আর্টিকেল পড়ুন ।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।