অ্যাড সেন্স এর অ্যাডে ক্লিক
কম কেন জেনে নিন
খুব ছোট্ট একটা টিপস শেয়ার করবো আপনাদের সাথে তবে এই টিপসটা আপনাদের জন্য
খুবই কাজের । অ্যাডসেন্স এর অ্যাডে ক্লিক না পড়ার অন্য আর একটা কারন হচ্ছে ব্লগে
কন্টেন্ট রিলেটেড অ্যাড না থাকার কারন । কন্টেন্ট রিলেটেড অ্যাড না থাকার কারণ,
ব্লগের জন্য যে কী ওয়ার্ড সিলেক্ট করা হয়েছে সেই কী ওয়ার্ড এর উপর অ্যাড না থাকা
এবং অ্যাড এর পরিমান খুবই কম থাকা । অন্য আর একটি কারণ হল, কী ওয়ার্ড এর ঘনত্ব কম
এবং অ্যাড কোড ঠিকমতো না বসানো। ত আমি যে ব্যাপারটি শেয়ার করবো সেটি হল, কিভাবে বুঝবেন
যে আপনার কী ওয়ার্ড এ পর্যাপ্ত পরিমান অ্যাড আছে । ব্যাপারটি খুবই সহজ...
গুগলে গিয়ে আপনার কী ওয়ার্ড দিয়ে সার্চ দেন, সার্চ রেজাল্টে অনেকগুলো ওয়েবসাইট আসবে, কিন্তু প্রথমে থাকবে
অ্যাড, যদি ডান পাশে ও অনেকগুলো অ্যাড দেখতে পান তবে বুঝবেন আপনার কী ওয়ার্ড এ অনেক
অ্যাড আছে আর আপনি যদি আপনার ব্লগে ঠিকমতো কী ওয়ার্ড ডেনসিটি থাকে তবে ওই সব গুলো
অ্যাড আপনার ব্লগে আপনি দেখতে পাবেন । আর এই অ্যাড গুলোতে ভিসিটরা ক্লিক করে ও
বেশী । গতকাল ডিজিটাল পয়েন্ট ফোরামে দেখলাম অনেকের ব্লগে বেশ ভালো ভিসিটর কিন্তু
আয় ১-২ ডলার । বেশ কয়েকজন এই ব্যাপারে হেল্প ও চেয়েছে তাদের আয় বাড়ানোর জন্য,
তাদের সবার কমেন্ট গুলোকে এক করে আমি আমার ব্লগে একটি পোষ্ট লিখেছি । জানতে হলে
পড়ুন ...
এখন বিদায়, নতুন পোষ্ট নিয়ে দেখা হবে আবার ।
No comments:
Post a Comment
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ, খুব দ্রুত আপনার সাথে যোগাযোগ করা হবে । এটা একটা ডু-ফলো ব্লগ, তাই শুধু লিংক তৈরির জন্য মন্তব্য করলে আপনার মন্তব্য রিমুভ করা হবে । পোষ্ট পড়ে মন্তব্য করুন । স্পাম করবেন না ।